আবারও শেষ আটে মুখোমুখি নেদারল্যান্ডস-আর্জেন্টিনা। তাদের দ্বৈরথ দেখা যাবে ৯ ডিসেম্বর তারিখে। ১৯৯৮ সালে কিন্তু প্যাট্রিক ক্লুইভার্ট আর বার্গক্যাম্পের গোলের ওপর ভর করে আর্জেন্টিনাকে ২-১ গোলে হারিয়ে নেদারল্যান্ডস উঠেছিল সেমিফাইনালে। এবারে এই দুই দলের শেষ আটের ফলাফলের জন্য অপেক্ষা করতে হবে ৯ ডিসেম্বর পর্যন্ত।
by দেবাশিস মজুমদার | 04 December, 2022 | 916 | Tags : Arjentina Vs Australia Netherlands Vs USA Qatar World Cup 2022